Friday, March 14, 2025

ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ! যা বললেন পিনাকী

আরও পড়ুন

সময়ের আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট,লেখক,ব্লগার পিনাকী ভট্টাচার্য গতকাল সোমবার (২০ জানুয়ারি) তার ব্যাক্তিগত ইউটিউব চ্যানেলে একটি আঠারো মিনিটের ভিডিও পোস্ট করেন।যেখানে ভিডিওর ক্যাপশনে পিনাকী লিখেন, ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ!এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি এখন পর্যন্ত তিন লক্ষ নব্বই হাজারবার দেখা হয়েছে সাথে ৫৫০০ জন মন্তব্য করেছেন।

ভিডিওর শুরুতে পিনাকী বলেন, বিপ্লব যে বেহাত হবে, আমি ছয় তারিখ থেকে বলা শুরু করেছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেইল গুলো দেখেই বুঝবেন । যেখানে আমি ছাত্রদের নানা পরামর্শ দিচ্ছিলাম। দায় এবং অভিজ্ঞতা থেকে।

আরও পড়ুনঃ  সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়ে যা জানা গেল

নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন, আমরাও নব্বইয়ের গণঅভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন, আজকের প্রজন্ম শিক্ষা নেয় সে জন্যই বলেছিলাম।

আমি বলেছিলাম শুভ দিনের শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রোক্লেম করে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে । বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে।বলছিলাম পুলিশ পালায় গেছে ওদের আর ফিরাই আনার দরকার নাই।

আরও পড়ুনঃ  ‘জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকার অফিসে অফিসে ৯ দফা পৌঁছে দেয় শিবির’

আঠারো থেকে আটাশ বছরের ছাত্রদের দিয়ে এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক। সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই।

নারীর অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমি বলেছিলাম, এত নারী অংশ নিলো । তাঁদের নিয়ে জাতীয় কনভেনশন কর। একটা নারী ঘোষণা তৈরি কর।হইছে? হয় নাই। বিজয় অর্জিত হইছে। তারে কনসোলিডেটেড করো। আমি বকেউল্লাহ বকেই গেছি আর ছাত্ররা শোনাউল্লাহ শোনেই গেছে। আহতদের চিকিৎসা, শহীদের অনুদান কোন কিছুই হচ্ছে না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ