Friday, March 14, 2025

এবার ইলিয়াস হোসেনের শোতে আসছেন রাশেদ চৌধুরী

আরও পড়ুন

এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের টকশোতে আসছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। কিছুদিন আগে এই সাংবাদিকের টকশোতে হাজির হয়েছিলেন মেজর ডালিম।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে রাশেদ চৌধুরীর ছবি যুক্ত করে একটি স্ট্যাটাসের মাধ্যমে একথা জানান সাংবাদিক ইলিয়াস।

পোস্টে ইলিয়াস হোসেন উল্লেখ করেন, “৭৫ এর আরেক বীর যোদ্ধার সাথে দেখা হবে ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায়।”

শোটি সরাসরি তার নিজস্ব ফেইসবুক পেইজ থেকে প্রচারিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ! যা বললেন পিনাকী

উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে অবস্থান করছেন।

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছেন রাশেদ চৌধুরী। যদিও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে তাকে ফিরিয়ে আনতে বারবার চেষ্টা করা হলেও সক্ষম হয়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ