Sunday, March 9, 2025

চরমোনাই সফরে যাচ্ছেন জামায়াত আমির

আরও পড়ুন

গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ইসলামিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়তে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল মহানগরীর কর্মী সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, সম্মেলনের আগে বেলা ১১টায় চরমোনাইয়কর মাদরাসা পরিদর্শন করবেন জামায়াত আমির। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

আরও পড়ুনঃ  উপজেলায়ও ‘বর্জন’ কৌশলে বিএনপি

জামায়াত আমির চরমোনাইয়ের মসজিদ আল-কারিমে জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খাবেন। এরপর বরিশাল মহানগরের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি।

এর আগে, জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্যোগের বিষয়ে ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর আরও অনেক আগে থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের দুই মন্ত্রীর জামিন, কী ভাবছে রাজনৈতিক দলগুলো

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বরিশালের কর্মী সম্মেলন পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে কথা জানিয়েছেন নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ