Friday, March 14, 2025

জবির ছাত্রী হলে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগ কর্মীদের

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৯ আবাসিক ছাত্রীকে অবাঞ্চিত ঘোষণা করেছেন হলের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (০৭ সেপ্টেম্বর) ওই ছাত্রীদের অবাঞ্চিত ঘোষণা করে ছবিসহ ব্যানার বানিয়ে তাতে জুতা ঝুলিয়ে টাঙিয়ে দেন শিক্ষার্থীরা। অবাঞ্চিত সবাই জবি শাখা ছাত্রলীগের কর্মী।

ব্যানারে দেখা যায়, ‘গণহত্যার সমর্থনকারীদের অবাঞ্চিত ঘোষণা’। জুলাই বিপ্লবের বিপক্ষে থাকা ও গণহত্যার সমর্থনকারী ছাত্রলীগ কর্মীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থায়ীভাবে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

আরও পড়ুনঃ  দাবদাহ : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৭ দিন

অবাঞ্চিত ঘোষিতরা হলেন, মনোবিজ্ঞান বিভাগের ইভা রহমান, প্রাণিবিদ্যা বিভাগের স্বর্না পাটোয়ারী, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের মৈত্রী বাড়ৈ, বাংলা বিভাগের আফিয়া আঞ্জুম, গণিত বিভাগের নিপুণ ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের মুনিয়া আক্তার যুথি, দর্শন বিভাগের রিশাত আরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৃজা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফারহানা ঐশী। অবাঞ্চিতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হলে ছাত্রী নির্যাতন ও হুমকি দিয়ে মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

অবাঞ্চিত ঘোষিত একাধিক ছাত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ