Friday, March 14, 2025

বাংলাদেশ আমাদের শেখায় স্বাধীনতা কতটা জরুরি : ভারতের প্রধান বিচারপতি

আরও পড়ুন

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কতটা জরুরি, আমাদের এসব অধিকারের কতটা মূল্য।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দেওয়া ভাষণে প্রধান বিচারপতি এ কথা বলেন। দেশটির গণমাধ্যম দ্য হিন্দু এমন খবর প্রকাশ করেছে।

ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে, তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।’

আরও পড়ুনঃ  হামাসের সেই হামলা নিয়ে ‘পদত্যাগপত্রে’ যা লিখলেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

ভারতের প্রধান বিচারপতি আরও বলেন, ‘বাংলাদেশে আজকে যা ঘটছে, তা পরিষ্কারভাবে আমাদের জন্য স্বাধীনতা যে কতটা মূল্যবান, তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা–বোঝা দরকার।’

এ সময় দেশটির আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, ‘ভারতীয় সংবিধানে গণতন্ত্র সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। যদি এটি আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগের নিয়মে চলে, তাহলে ভারত উন্নত দেশ হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ