Friday, March 14, 2025

ভারতে গেলে বলে দেশ বিক্রি করে দিয়েছি, চীনে গেলে বলে কিছুই দেয়নি : প্রধানমন্ত্রী

আরও পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বিরুদ্ধে সেই ৮২ সাল থেকেই সমালোচনা ও নেতিবাচক কথাবার্তা প্রচার হয়ে আসছে। আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়ে থাকে। আমি এগুলোকে গুরুত্ব দেই না। কিছুদিন আগে ভারত গেলাম। তখন আমার বিরুদ্ধে বলা হলো—আমি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। চীন গেলাম, এখন বলা হচ্ছে আমাকে কিছুই দেয়নি।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার (১৪ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তার সদ্যসমাপ্ত চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  মুজিববাদী সংবিধান বাতিলের দাবি হাসনাতের

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম ও ড. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

প্রধানমন্ত্রী বলেন, আমার এ সফরে ২১টি সমঝোতা স্মারক সই হয়েছে। তিনি বলেন, আমাকে হেয় করার জন্য সব সময় আমার বিরুদ্ধে নেগেটিভ কথা বলা হয়েছে। চিনে গেলাম বলে কিছুই দেয়নি। ভারত গেলাম তখন বললো ভারতের কাছে দেশ বিক্রি করে দিলাম।

আরও পড়ুনঃ  টিউলিপক সিদ্দিক কে নিয়ে যা বললেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী বলেন, যারা নেতিবাচক কথা বলেন, তাদের প্রতি আমার করুনা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ