Friday, March 14, 2025

চটের ব্যাগ নিয়ে প্রধানমন্ত্রীকে বাজারে যেতে বললেন রিজভী

আরও পড়ুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, চটের ব্যাগ নিয়ে বাজারে যান, এখন কেউ মাছ কিনতে পারে না। দেশের মানুষ কিছু কিনতে পারছে না। হাহাকার লেগে গেছে বাজারে। নিম্ন আয়ের মানুষ কীভাবে চলবে?

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্ম দলের এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়, সাজা দেয়া হয়। এখন বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুরে রাখা হয়েছে। অথচ আওয়ামী লীগ-ছাত্রলীগের সবার সাত খুন মাফ।

আরও পড়ুনঃ  ধানমন্ডি ৩২ ঢাকায় অবস্থিত দিল্লি’তে নয়, ভারতকে উদ্দেশ্য করে জুলকারনাইন সায়ের!

আর ক্ষমতায় এসে আওয়ামী লীগের সবার নামে থাকা মামলা প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। ক্ষমতার জোরে সব বাতাসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু সব রেকর্ড আছে, সেসব মুছে ফেলা যাবে না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ