Sunday, March 9, 2025

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

আরও পড়ুন

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাঁকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আগামীকাল শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  গভীর রাতে নিজ বাড়িতে সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

এদিকে, হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না’, কার প্রসঙ্গে কাকে বললেন শাওন‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না’, কার প্রসঙ্গে কাকে বললেন শাওন
প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন। গত ৫ আগস্টের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি নিয়মিত পোস্ট দিয়ে আসছিলেন। এছাড়া গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় তাঁর বিরুদ্ধে ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে।

আরও পড়ুনঃ  কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস

একাধারে একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, নির্মাতা ও স্থপতি মেহের আফরোজ শাওন। প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী তিনি। তাঁর বাবা মোহাম্মাদ আলী ও মায়ের নাম তহুরা আলী। শাওনের মা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। বাবাও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ