Friday, March 14, 2025

ইরাকে প্রদর্শন হলো কোরআনের বিরল পাণ্ডুলিপি

আরও পড়ুন

ইরাকের রাজধানী বাগদাদে কোরআনের প্রাচীন কিছু পাণ্ডুলিপির প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু পাণ্ডুলিপি হাজার বছরের পুরোনো।

একটি ভিডিও ফুটেজে কোরআনের বিরল পাণ্ডুলিপি ও লেখার প্রাচীন সরঞ্জাম দেখতে পাওয়া যায়। ইরাকের জাতীয় জাদুঘরে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ইরাকি জাদুঘরের ম্যানুস্ক্রিপটস হাউজের পরিচালক ড. আহমেদ আল এলিয়াউয়ি বলেন, আমরা পবিত্র কোরআনের বিরল সংস্করণ এবং সম্পর্কিত বিজ্ঞান প্রদর্শন করেছি। পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক সময়ে ব্যবহৃত ক্যালিগ্রাফি সরঞ্জামও এখানে প্রদর্শন করা হয়েছে। এই পাণ্ডুলিপিগুলোর মধ্যে কিছু প্রথম হিজরি শতাব্দীরও রয়েছে।

আরও পড়ুনঃ  ‘উনি সমুদ্রের হাওয়া খেয়ে প্রচার চালাবেন’‌, মোদির ধ্যান নিয়ে মমতা

২০০৩ সালের মার্চ মাসে কোরআনের ওই পাণ্ডুলিপিগুলো ওয়াকফ লাইব্রেরিতে সরিয়ে নেওয়া হয়। এর পাঁচ দিন পরই ইরাকে হামলা করে বসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন। ওই হামলার দুই দশক পর ২০২৩ সালের এপ্রিল মাসে প্রথম কোরআনের এসব বিরল পাণ্ডুলিপির প্রদর্শন করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ