Saturday, March 15, 2025

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আরও পড়ুন

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে পানিতে ডুবে তিন্নি (৫) ও তানহা (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বাহিরগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের জালাল মোল্যার সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালের দিকে বাবা-মায়ের সাথে বাড়ির পাশের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পাড় ধারে বাবা জালাল মোল্যা একুট দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মা ও বাড়িতে ফিরে আসেন। মা বাড়িতে আসার কিছু সময় পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।

আরও পড়ুনঃ  প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

একপর্যায়ে ঘেরের পানিতে ডোবা অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ
তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেঁসে গেছেন জায়েদ খান!

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে জায়েদ খানের এক ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণীকে ফোনকল দিয়ে প্রেম নিবেদন করছেন ঢালিউড চিত্রনায়ক। প্রেম প্রস্তাব পাওয়ার পরই ওই তরুণী রাজি হওয়ার আভাস দেন জায়েদকে।

প্রেমের ফাঁদে ফেসে যাওয়া জায়েদের নতুন এ ভাইরাল ভিডিওটি ছিল ৩ মিনিট ৩৪ সেকেন্ডের। একটি বেসরকারি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে অংশ নেয়ার পর উপস্থাপিকার অনুরোধে এমন কাজ করেন জায়েদ।

আরও পড়ুনঃ  সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

ঈদ অনুষ্ঠানের একটি অংশ হিসেবে এক অচেনা তরুণীকে ফোনকল করে প্রেম নিবেদন করার অনুরোধ করেন উপস্থাপিকা। জায়েদের হাতে তুলে দেন অচেনা কয়েকটি ফোন নাম্বার। জায়েদ সেখান থেকে একটি ফোন নাম্বার তুলে নিয়ে শুরু করেন প্রেমালাপ।

জার এমন ভিডিওটিতে প্রথমে জায়েদকে অচেনা ওই তরুণী পাত্তা দেন না। কিন্তু যখন জানতে পারেন তিনি চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথা বলছেন তখনই মন নরম হতে শুরু করে তার।

ভিডিওতে আরও দেখা যায়, এক পর্যায় তরুণী জায়েদকে বলেন, ভাইয়া আপনি এমন সময় আমাকে প্রেমের প্রস্তাব দিলেন যে আমার স্বামী মাত্রই দেশের বাইরে গেল।

আরও পড়ুনঃ  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছির গ্রেফতার

তরুণীর ওই কথায় হাসির রোল পড়ে যায় ঈদ অনুষ্ঠানে। জায়েদও এসময় ফেঁসে গিয়ে মজা করে বলেন, আসলে আমার টাইমিং খুব ভালো। ডিগবাজি দেয়ার কারণেই এমনটা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ