Friday, March 14, 2025

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

গাজীপুরে গতকাল শুক্রবার রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। অভিযানের প্রথমদিন শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ছাত্রলীগের মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম নামে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না, ২ কর্মকর্তার ভিডিও ফাঁস

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতি থানার একটি টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

আরও পড়ুনঃ  ছেলে-মেয়ের মোবাইল দেখা নিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর ঝিনাইগাতী থানার এটি প্রথম অভিযান ছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ